ডিএসইতে প্রধান সূচক ৫৬, সিএসইতে বেড়েছে ১১১ পয়েন্ট

 

ডিএসই ও সিএসইসপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১১১ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৯৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৭৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৯৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮১ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৩ পয়েন্টে এবং ২৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৮১ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড,ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ন্যশনাল টিউবস লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪০ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২০ কোটি ৪৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭৮ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৮১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৬৭  দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এপেক্স ফুট, রেকিট ব্যান, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন,প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড,বাংলাদেশ স্টিল রি-রোলিং লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।