মোবাইল ফোনে আমানত সংগ্রহের চেষ্টায় বাংলাদেশ ব্যাংকের না

বাংলাদেশ ব্যাংকমোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের চেষ্টা না করতে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ‘কতিপয় আর্থিক প্রতিষ্ঠান উচ্চ সুদহারে আমানত সংগ্রহের লক্ষ্যে পেশাজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের গ্রাহকের কাছে মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে, যা কাঙ্ক্ষিত নয় এবং কোনও কোনও ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে উচ্চ সুদহারে আমানত সংগ্রহের চেষ্টা থেকে বিরত থাকার জন্য সব আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হলো। আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৮(ছ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হলো।’