আট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 



অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: পিআইডি)

নতুন আটটি বিদ্যুৎকেন্দ্রের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি দুটি গ্রিড সাবস্টেশন এবং দেশের ২১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
রবিবার (৫ আগস্ট) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বালানো। এই লক্ষ্য পূরণে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা চাই প্রত্যেকে শিক্ষিত হোক। প্রত্যেক ঘরে আলো জ্বলুক।’
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো হলো ঘোড়াশাল ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, গাজীপুর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, দাউদকান্দি ২০০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জ ২০০ মেগাওয়াট, নোয়াপাড়া ১০০ মেগাওয়াট, মুন্সিগঞ্জ ৫৪ মেগাওয়াট এবং সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। অন্যদিকে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে এমন ২১টি উপজেলা হচ্ছে মৌলভীবাজার সদর, গাইবান্ধার সাখাটা, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, নরসিংদীর মনোহরদী, কুমিল্লা সদর দক্ষিণ, জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই, নওগাঁর পোরশা, রাজশাহীর মোহনপুর ও দূর্গাপুর, পঞ্চগড়ের আটোয়ারী, নীলফামারীর কিশোরগঞ্জ, ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজী, চট্টগ্রামের পটিয়া ও হাটাহাজারী, সিলেটের দক্ষিণ সুরমা ও হবিগঞ্জ সদর উপজেলা। দুইটি গ্রিড সাবস্টেশন হলো নারায়ণগঞ্জের ভুলতায় ৪০০২০০ কেভি গ্রিড সাবস্টেশন ও খাগড়াছড়ি ১৩২৩৩ কেডি গ্রিড সাবস্টেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে প্রচুর অর্থ ব্যয় হয়। এ কথা আপনাদের মনে রাখতে হবে। বিদ্যুৎ খাতে সরকার প্রচুর পরিমাণে ভর্তুকি দিচ্ছে। উৎপাদন ব্যয়ের চেয়েও আমরা বেশি পরিমাণে ভুর্তকি দিচ্ছি। আর এর মাধ্যমে আমরা জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিদ্যুৎ উৎপাদন তিন হাজার ২০০ থেকে ১৮ হাজার ৯০০ মেগাওয়াটে উন্নীত করেছে। আমরা ১২২টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছি এবং ১৪ হাজার ১৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২৬টি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে। এছাড়াও আমরা ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছি এবং এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলছে।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।