বাংলাদেশ ব্যাংক চত্বরে উন্মোচিত হলো বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি

বাংলাদেশ ব্যাংকে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিবাংলাদেশ ব্যাংক চত্বরে উন্মোচন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি। বুধবার (১৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শ্বেতপাথরে তৈরি বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন।

এ সময় গভর্নর নব নির্মিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস এম মনিরুজ্জামান, আহমেদ জামাল ও  ব্যাংকিং রিফর্ম এ্যাডভাইজার এসকে সুর চৌধুরী।

বঙ্গবন্ধুর অবাক্ষ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক।  পরে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন গভর্নর ফজলে কবির।

এদিকে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর বিশেষ দোওয়া ও তবারক বিতরণ করা হয়।