উন্নয়ন, দারিদ্র ও মানবিক বিপর্যয় ব্যবস্থাপনায় ব্র্যাকের সঙ্গে ওসিরিস গ্রুপ

ব্র্যাকউন্নয়ন, দারিদ্র্য ও মানবিক বিপর্যয় ব্যবস্থাপনায় ব্র্যাকের সঙ্গে কাজ শুরু করেছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওসিরিস। বাংলাদেশে ব্র্যাকের মাধ্যমে ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ করবে ওসিরিস গ্রুপ। এগুলো হলো— জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি, খাদ্য ও কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
ওসিরিস গ্রুপ বিশ্বের বিভিন্ন বিকাশমান বাজারগুলোতে বিনিয়োগ করে থাকে। এটি ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’ নামে পরিচিত। এ ধরনের বিনিয়োগের লক্ষ্য কেবল আর্থিক মুনাফা নয়, বরং সামাজিক ক্ষেত্রেও শক্তিশালী আর ইতিবাচক পরিবর্তন আনা। এই ধারণার ওপর ভিত্তি করে ২০১৭ সালে সারাবিশ্বে ২২৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। এর মধ্যে রয়েছে এশিয়ার কয়েকটি দেশ।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ‘ওসিরিস গ্রুপের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অর্জন ও জ্ঞান ভাগ করে নেওয়ার একটা দারুণ সুযোগ পাচ্ছি আমরা। আশা করছি, এই অংশীদারিত্বের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের কাজ আরও জোরদার হবে।’
ওসিরিস গ্রুপের প্রতিষ্ঠাতা তানভীর গনি বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের মধ্যে একটি ইতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি। বিনিয়োগের ফলে মানুষের জীবনে সত্যিকারের উন্নয়ন ঘটে এমন খাতে আগ্রহী হচ্ছেন তারা। বাংলাদেশ মধ্যআয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এ দেশে বিনিয়োগের এমন অনেক সুযোগ তৈরি হচ্ছে যার মাধ্যমে মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সেবা পেতে পারে। ’