বাংলাদেশ-ব্রাজিল এফটিএ সই করবে: বাণিজ্যমন্ত্রী





তোফায়েল আহমেদ

বাংলাদেশের সঙ্গে চেম্বার গঠন ও উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে এফটিএ (ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি) সইয়ের বিষয়ে একমত হয়েছে ব্রাজিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়ে বলেছেন, ব্রাজিল-বাংলাদেশ চেম্বার গঠনের পরে উভয় দেশের ব্যবসায়ীরা বাণিজ্যে উৎসাহিত হবেন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
রবিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা দি অরিভেরা জুনিয়য়ের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘ব্রাজিল বাংলাদেশের তৈরি পোশাকের একটি সম্ভাবনাময় বাজার। কিন্তু বেশি শুল্কের কারণে ব্রাজিলে আশানুরূপ রফতানি করতে পারছে না বাংলাদেশ। সেখানে পণ্য রফতানি করতে প্রায় ৩৫ শতাংশ হারে ট্যারিফ দিতে হয়। এফটিএ সইয়ের মাধ্যমে বাংলাদেশ ব্রাজিলের কাছ থেকে বাণিজ্য সুবিধা পেতে পারে। তখন ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বাড়বে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্রাজিল থেকে চিনি, গম, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। বর্তমান বাণিজ্য ব্রাজিলের পক্ষে। গত বছর বাংলাদেশ ব্রাজিলে পণ্য রফতানি করেছে ১৭৬.৮৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ১৫২০.৬১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এফটিএ সই হলে বাংলাদেশ বেশি রফতানি করতে পারবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘লাটিন অ্যামেরিকান ট্রেড ব্লক কাস্টমস ইউনিয়নের (MERCOSUR) বাণিজ্য জোটের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি প্রয়োজন। এ বাণিজ্য জোটের বর্তমান সদস্য আর্জেনটিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে। সহযোগী সদস্য রয়েছে সাতটি। তারা হলো চিলি, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গয়ানা, পেরু ও সুরিনাম। অবজারভার হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ও মেক্সিকো। বাংলাদেশের সঙ্গে পৃথিবীর ২৯টি দেশের চেম্বার রয়েছে। ব্রাজিলের সঙ্গে চেম্বার গঠন করলে বাংলাদেশ উপকৃত হবে। বাংরাদেশ ইউরোপিয়ন ইউনিয়নে ২১.৩৩ বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬ বিলিয়ন এবং জার্মিানিতে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করে, আমদানি খুবই কম।’
ব্রাজিলের রাষ্ট্রদূত সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘দুদেশের মধ্যে বাণিজ্যে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় দেশের মধ্যে ব্যবসায়ীদের নিয়ে চেম্বার গঠন এবং এফটিএ সই হওয়া প্রয়োজন। ব্রাজিল বাংলাদেশের সঙ্গে এফটিএ সই এবং চেম্বার গঠন করতে আগ্রহী।’
তোফায়েল আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বিএনপির মওদুদ আহমেদ বলেছেন, ‘আগামী একমাসে অনেক কিছুই ঘটবে।’ এ কথা ঠিক নয়। আগামী একমাসে কিছুই ঘটবে না। বাংলাদেশের সংবিধানের মতো ব্রাজিলের সংবিধান। সেখানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি ক্ষমতায় থেকে এবং সংসদ বহাল রেখে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সংবিধানের আওতায় শান্তিপূর্ণভাবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু ও অতিরিক্ত সচিব ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।