আন্তঃসরকার কমিশনের সভায় যোগ দিতে মস্কো যাচ্ছেন হাবিবুল্লাহ ডন

হাবিবুল্লাহ ডনবেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকার কমিশনের প্রথম সভায় যোগ দিতে রাশিয়ায় যাচ্ছেন সিআইএস-বিসিসিআই (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) এর প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন। আগামী ২১ অক্টোবর মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। কমিশনের প্রথম বৈঠকটি আগামী ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযমের নেতৃত্বে বাংলাদেশ সরকারি প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য, পররাষ্ট্র, কৃষি, আইসিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সভায় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়— যেমন, দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি, ব্যাংকিং লেনদেন, তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, সামুদ্রিক মৎস্য আহরণ ও পারস্পরিক বৈদেশিক বিনিয়োগ সুবিধার বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত বাণিজ্য সংগঠন সিআইএস-বিসিসিআই রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলোকে বাংলাদেশের তৃতীয় রফতানি বাজার হিসেবে চিহ্নিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।