প্রাইম ব্যাংকে জমা দেওয়া যাবে অনলাইন হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি

Press (Photo)-Prime Bank signs MoU with Dhaka North City Corporation.প্রাইম ব্যাংকসহ আরও চারটি ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনলাইন হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়া যাবে। বুধবার (৫ ডিসেম্বর) নগর ভবনে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিংয়ের প্রধান শামস আব্দুল্লাহ মোহাইমীন ও ডিএনসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা ও সরকারের উপ-সচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ডিএনসিসি’র প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ।

এছাড়াও ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, ডিএনসিসি’র সচিব ও সরকারের যুগ্ম সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ প্রাইম ব্যাংক ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।