১০ ডিসেম্বর ভ্যাট দিবস উদযাপন করবে এনবিআর

এনবিআর

সোমবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ১০ থেকে ১৬ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষ্যে আগামী রবিবার (৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবে কর্তৃপক্ষ। এসময় উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।

জানা গেছে, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে উদযাপন হবে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। বরাবরের মতো এবারও উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। 

এনবিআর থেকে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর সোমবার  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।