সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী ১৪৪ প্রতিষ্ঠানকে এনবিআরের সম্মাননা





৪৪৪৪২০১৬-১৭ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ৯টিসহ সারাদেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের হাতে সম্মাননা তুলে দেন।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন—দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ২০২১-২০২২ অর্থবছর থেকে ভ্যাট আইন কার্যকর করা হবে।