ডাউন পেমেন্ট ছাড়াই কৃষিঋণ পুনঃতফসিল হবে

কৃষকেরা এখন থেকে ডাউন পেমেন্ট ছাড়াই কৃষি ঋণ পুনঃতফসিল করতে পারবেন। এই সুবিধা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। সোমবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বল্প মেয়াদি কৃষিঋণ পুনঃতফসিলিকরণের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্র বিশেষে ডাউন পেমেন্ট ছাড়াই এ ধরনের ঋণ পুনঃতফসিল করা যাবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঋণ পুনঃতফসিলের পর কৃষকদের পুনরায় নতুন করে স্বল্প মেয়াদি কৃষিঋণ দেওয়া যাবে। এক্ষেত্রে কোনও নতুন জমা ব্যতিরেকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা দেওয়া যাবে।

এতে আরও বলা হয়েছে, সার্টিফিকেট মামলা চলার সময়ে গ্রাহকের সঙ্গে সমঝোতার মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন ও নিষ্পত্তির পর  ঋণ পুনঃতফসিল করা যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিভিন্ন সময়ে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টিসহ নানা কারণে দেশের কৃষকেরা ফসল উৎপাদন ও আহরণে সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ইতোপূর্বে যে সব কৃষক ঋণ পুনঃতফসিলিকরণ সুবিধা গ্রহণ করেছেন, তারা বর্ধিত সময়েও ঋণের অর্থ পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না মর্মে সম্প্রতি জানা গেছে। এরফলে পুনঃতফসিলকৃত কৃষিঋণের একটি বড় অংশ পুনরায় বিরূপভাবে শ্রেণীকৃত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে গ্রামীণ কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়ে সার্বিকভাবে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেও বাংলাদেশ ব্যাংক মনে করছে।