বেস্ট ইলেক্ট্রনিক্সের বার্ষিক সম্মেলনে ২০১৯ সালকে সবুজ বছর ঘোষণা

IMG_7624 - Copy (1)বেস্ট ইলেক্ট্রনিক্সের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে। গত ১৩ ও ১৪ জানুয়ারি এই আয়োজনে ২০১৯ সালকে সবুজ বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সবুজ বছর ঘোষণার অংশ হিসেবে এ বছরের মধ্যে ১৫০টি নিজস্ব শোরুম ও ৫০০ ডিলার পয়েন্ট স্থাপনের লক্ষ্য স্থির করেছে বেস্ট ইলেক্ট্রনিক্স।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের চেয়ারপারসন শারমিন মমতাজ। তিনি মনে করেন— দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ীও হতে হবে। এজন্য দেশব্যাপী ১১৮টি শোরুম ও ২০০’রও বেশি ডিলার পয়েন্টে বিদ্যুৎ সাশ্রয়ী বিশ্বনন্দিত সব ইলেক্ট্রনিক্স পণ্য নিয়ে এসেছে বেস্ট ইলেক্ট্রনিক্স।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মেলনে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, পরিচালক (বিক্রয়) সৈয়দ আশহাব জামান, পরিচালক (বিপণন) সৈয়দ তাহমিদ জামান ও সব শোরুমের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।