তরুণদের জন্য দেশে পছন্দসই চাকরির বাজার তৈরি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নসরুল হামিদ (ফাইল ছবি)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের জন্য বাংলাদেশে পছন্দসই চাকরির বাজার তৈরি হয়েছে। ইচ্ছা থাকলে কেউ আর  বেকার থাকবে না। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক হাজার প্রকৌশলী প্রয়োজন। ভূ-তত্ত্ববিদদের জন্য বিপুল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে।’

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় ইসমাইলী জামায়াতখানায় ‘তৃতীয় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় হতে ২৬৫ জনকে ইন্টার্নশিপ করানো হয়েছে। আরও প্রতিভাবানদের ইন্টার্নশিপ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টার্নশিপ করার পর কেউ কেউ আবার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক কোম্পানিতে চাকরিও করছে। পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন, এক আইডিয়াতে বাজিমাত, ক্যারিয়ার সামিট ইত্যাদির মাধ্যমে তরুণদের সরকারি কাজের সঙ্গে পরিচিত করে দেওয়া হচ্ছে। ফলে এসব তরুণরা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে।

প্রতিমন্ত্রী এসময় চাকরি প্রত্যাশী তরুণদের উদ্দেশে বলেন, ‘ব্যক্তিগতভাবে নিজেদের উন্নয়নে সচেষ্ট থাকলে আর ঐকান্তিক ইচ্ছা নিয়ে এগোলে কেউ পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চাকরির পেছনে না গেলেও চাকরিই আপনাকে খুঁজে নেবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার এই জব ফেয়ারে অংশগ্রহণের জন্য ৩০০ তরুণকে লিডারশিপের ওপর প্রশিক্ষণ দিয়েছে। ২৭টি নিয়োগকারী প্রতিষ্ঠান এই ৩০০ জনের মধ্য থেকে সম্ভাবনাময় তরুণকে চাকরি দেবে।’