বাংলাদেশে লুব্রিক্যান্ট অয়েল সাইনোপ্যাক বাজারজাত শুরু

IMG_0243সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর আয়োজনে যাত্রা শুরু করলো চীনের বিশ্ববিখ্যাত লুব্রিক্যান্ট অয়েল ব্র্যান্ড সাইনোপেক। দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্র্যান্ডটির শুভ সূচনা ঘোষণা করেন শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েলের একমাত্র পরিবেশক কোম্পানি জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারপার্সন চৌধুরী মানারাত মাহফুজা, ব্যাবস্থাপনা পরিচালক নাফিউর রহমান, প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা চৌধুরী মুনীর উদ্দীন মাহ্ফুজ এবং সাইনোপেক লুব্রিক্যান্ট কোম্পানির  ভাইস চিফ এক্সিকিউটিভ প্রফেসর কোও জিয়ানচাও।

অনুষ্ঠানে বক্তারা চীনে শীর্ষস্থানে অবস্থানরত এই ব্র্যান্ডটির বিভিন্ন বৈশিষ্ট্য এবং শিল্প স্থাপনাগুলোতে এর ব্যবহারিক উপকারিতার নানান দিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। বিশ্বজুড়ে সর্বমোট ২২টি ক্যাটাগরিতে ২০০০ এর অধিক প্রোডাক্ট বৈচিত্র সম্পন্ন সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েলের বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

বাংলাদেশের শিল্পখাতে সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েলের একটি সম্ভাবনাময় ক্রেতাগোষ্ঠী গড়ে উঠবে বলে বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেছেন। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং গণমাধ্যম কর্মীদের সামনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি লোগো উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে সাইনোপেক লুব্রিক্যান্ট-এর উদ্বোধন ঘোষণা করেন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।