বন্ড অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

প্রাক-বাজেট আলোচনাবন্ড অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।  সোমবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে এক প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বন্ড সুবিধার অপব্যবহারকারী ব্যবসায়ীদের দমন করার ঘোষণা দিয়ে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘ইসলামপুর, নয়াবাজার, চকবাজারের মতো স্থানে শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি হওয়া কাগজ, কাপড় ও প্লাস্টিক পণ্য খোলাবাজারে বিক্রি হয়। এরসঙ্গে জড়িত ব্যবসায়ীদের তালিকা করছি। আমরা অসাধু ব্যবসায়ীদের দমন করার জন্য যা প্রয়োজন তাই করবো।’

এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন, বন্ডের অপব্যবহার রোধে অভিযান চালানো হয়েছে। কারও কারও লাইসেন্স বাতিল করছি। এরা রফতানিকারক নয়, ফটকা ব্যবসায়ী। বন্ডের সুযোগ নিয়ে কর ও শুল্ক না দিয়ে বাজারে পণ্য বিক্রি করছে। এতে টেক্সটাইল, উইভিং, কাগজশিল্প প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএয়ের মতো কোনও ব্যবসায়ী সংগঠনেরই কোনও প্রকার সমর্থন নেই বন্ডের অপব্যবহার নিয়ে। যারা এই অপব্যবহার করছে, আমরা তাদের ধরার চেষ্টা করছি। এক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন আনবো।’ রফতানি ছাড়া কোনও বন্ড সুবিধা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এনবিআরের ভ্যাট নীতি সদস্য রেজাউল হাসান, আয়কর নীতি সদস্য কানন কুমার রায়সহ বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, টেরিটাওয়াল এক্সপোর্টার্স এসোসিয়েশন, প্লাস্টিক রফতানিকারক সমিতি, গার্মেন্টস এক্সেসরিজ রফতানিকারক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

ভ্যাট হার নিয়ে ঐকমত্যে এনবিআর-ব্যবসায়ীরা

এদিকে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে অনলাইনে রিটার্ন দাখিলের সুবিধা উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘২০১৯ সালের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে।। এ ভ্যাট হারের বিষয়ে এনবিআর ও ব্যবসায়ীরা ঐকমত্যে পৌঁছেছেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাটের কয়েকটি স্তর হবে। এ বিষয়ে ভ্যাটদাতাদের ভয়ের কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট হার থাকলেও রেয়াত সুবিধার আওতায় অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।’

এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন, ‘কতিপয় আমদানিকারক আছে যারা সব জায়গায় সব সময় ভ্যাট ফাঁকি দিতে চান। এরা নামমাত্র ভ্যাট দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালান। এ রকম কোম্পানি চাই না।’

ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন করবেন। এখন থেকে মাসে একবার অনলাইনে রিটার্ন দাখিল করবেন আর প্রতিদিন লেনদেনের তথ্য প্রদান করবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহ-সভাপতি গোলাম মাঈনুদ্দিন। সভাপতিত্ব করেন এনবিআর সদস্য (মূসক নীতি) মো. রেজাউল হাসান।