‘অনেক চিকিৎসক আয়ের চার ভাগের এক ভাগও দেখান না’

প্রাক-বাজেট আলোচনা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘অনেক চিকিৎসক আছেন, যারা তার পুরো আয় দেখান। আবার অনেকেই আছেন, যারা পুরো আয়ের চার ভাগের এক ভাগও দেখান না। কাউকে আমরা ধরতে পারি, কাউকে পারি না।’

বুধবার (৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের এক প্রাক-বাজেট আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

যেসব চিকিৎসক ঠিকভাবে কর দিচ্ছে না এবং যারা মোটেও কর দেন না তাদের করের আওতায় আনতে আগামী বাজেটে কি পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘ট্যাক্স যারা দেয়, তারা আমাদের স্ব-নির্ধারণী নীতিতেই দেয়। এগুলো অনেক সময় তার নীতি-নৈতিকতার ওপরে নির্ভর করে। আমি সবার কাছেই একটা অনুরোধ রাখবো, চিকিৎসক, আইনজীবী বা অন্যান্য পেশাজীবী যারা আছেন, তারা যেন নৈতিকতা মেনে চলেন। করের ক্ষেত্রে সব পেশাজীবী যেমন, ডাক্তাররা একই রকম। ডাক্তাররা তো আলাদাভাবে ট্যাক্স দেওয়া থেকে মাফ পাবেন না।’

সভায় বিপিএমসিএ’র পক্ষ থেকে বেসরকারি মেডিক্যাল কলেজের আয়ের ওপর কর অব্যাহতি, ইক্যুইপমেন্ট আমদানিতে শুল্ককর অব্যাহতিসহ বাজেটে বেসরকারি স্বাস্থ্য খাতের জন্য নির্দেশনা রাখার প্রস্তাব করা হয়।