১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

বিদ্যুৎ

দেশে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায়। বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে। একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্রও চালু রাখতে হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল, তত মেগাওয়াট বিদ্যুৎই উৎপাদিত হয়েছে। এজন্য কোথাও কোনও লোডশেডিং হয়নি।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয় গতবছরের ১৯ সেপ্টেম্বর। সেদিন উৎপাদিত হয়েছিল ১১ হাজার ৬২৩ মেগাওয়াট বিদ্যুৎ।