রফতানিতে ৫ শতাংশ নগদ সহায়তা চায় পোশাক খাতের তিন সংগঠন







61303731_288065928736933_3162853005271760896_n

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের জন্য রফতানিতে ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ। সোমবার (২৭ মে) রাজধানীর গুলশানে একটি হোটেলে তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।



‘প্রাক-বাজেট আলোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি রুবানা হক, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মুনসুর আহমেদ।
রুবানা হক বলেন, ‘তৈরি পোশাক খাত এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে।’ গত এক মাসে ২২টি কারখানা বন্ধ হয়েছে দাবি করে তিনি জানান, বন্ধ হওয়া কারখানার প্রায় সাড়ে ১০ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ক্রান্তিলগ্নে এসেছি। এখন সহায়তা না দিলে সমস্যায় পড়বো, তাই আগামী ৫ বছর রফতানিতে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দরকার।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এটি পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ৫ শতাংশ হারে ১৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। তবে আমরা এখন যে সহায়তা পাই সেটি বাদ দিলে এই ভর্তুকি দাঁড়াবে ১১ হাজার ৭২৪ কোটি টাকা।’
সংবাদ সম্মেলনে ঋণ পুনঃতফসিলিকরণের মেয়াদ দ্বিগুণ করারও দাবি জানান রুবানা হক। তিনি বলেন, ‘যেসব কারখানা ইচ্ছাকৃতভাবে খেলাপি নয়, তাদের উৎপাদন কাজে ফিরে যাওয়া এবং ব্যবসা সচল রাখার জন্য সুযোগ হিসেবে পুনঃতফসিলিকরণের মেয়াদ দ্বিগুণ করা উচিত। এতে কর্মসংস্থান বাড়বে, সর্বোপরি অর্থনীতি সুফল ভোগ করবে।’