X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

পরপর দুবার কমলো এলপিজির দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৭:১৬আপডেট : ০২ মে ২০২৪, ১৮:০৯

পরপর দুই মাসে কমলো এলপিজির দাম। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বশেষ দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা। ৪৯ টাকা কমিয়ে এখন ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইভাবে কমেছে অটোগ্যাসের দামও। নতুন এ দাম আজ বৃহস্পতিবার (২ মে ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে৷

এর আগে এপ্রিল মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, মে মাসের জন্য সৌদি কোম্পানি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন-এর ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০.৬০ মার্কিন ডলার এবং ৫৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, সৌদি সিপি প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৮৩.২৫ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১১৯.২১ টাকা বিবেচনায় মে মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, এলপিজি হচ্ছে পেট্রোলিয়াম উপজাত প্রোপেন ও বিউটেনের সংমিশ্রণ। এটি ১০-১৫ বার চাপ দিয়ে তরল গ্যাসে রূপান্তর করা হয়। সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় পদার্থে পরিণত হয়।

শুধু ১২ কেজি নয় ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি এবং ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

এদিকে মে মাসের জন্য বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১২ টাকা ২৫ পয়সা, যা এপ্রিল মাসে ছিল ১১৬ টাকা ৩৬ পয়সা। অপরদিকে  প্রতি লিটার অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা, যা এপ্রিলে ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
গোপনে মজুত করে রাখা ৯০০ গ্যাস সিলিন্ডার উদ্ধার
এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: ফাওজুল কবির খান
আবারও কমলো এলপিজির দাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিলো ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিলো ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি
বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছার নামে থাকা ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছার নামে থাকা ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
নতুন চ্যালেঞ্জ নিয়ে আবাহনীতে মোরসালিন-আল আমিন
নতুন চ্যালেঞ্জ নিয়ে আবাহনীতে মোরসালিন-আল আমিন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক