কাঁচাপাট রফতানি করা যাবে





কাঁচাপাটএখন থেকে সব ধরনের কাঁচাপাট রফতানি করা যাবে। এর আগে আন-কাট, বিটিআর (বাংলা তোশা রেজেকশন) ও বিডব্লিউআর (বাংলা হোয়াইট রেজেকশন) নামের কাঁচাপাট রফতানি বন্ধ করে ২০১৮ সালের ১৮ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর থেকেই উল্লিখিত তিন ধরনের কাঁচাপাট রফতানি বন্ধ ছিল। বুধবার (১২ জুন) পাট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৯ মে ওই রফতানি বন্ধ সংক্রান্ত আদেশ প্রত্যাহার করে সব ধরনের পাট রফতানি বন্ধের আদেশ স্থগিত সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

‘পাট আইন-২০১৭’-এর ১৩ ধারা নিয়ম অনুযায়ী জারি করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, এর আগে গত ১৮ জানুয়ারি ২০১৮ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামের কাঁচাপাটের রফতানি বন্ধ করা হয়।