সোমবার ব্যাংক বন্ধ, লেনদেন হবে না পুঁজিবাজারেও





ব্যাংকআগামীকাল সোমবার (১ জুলাই) দেশের কোনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনও ধরনের লেনদেন হবে না। এ দিন ব্যাংক হলিডে। ব্যাংকগুলো জানুয়ারি-জুনের সাময়িক হিসাব-নিকাশ করবে। এছাড়া বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজারের লেনদেনও।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সীমিত সংখ্যক কর্মকর্তার জন্য ব্যাংক খোলা থাকলেও লেনদেন হবে না।
রবিবার (৩০ জুন) ২০১৮-১৯ অর্থবছরের শেষ দিন। সরকারি কোষাগারে এ অর্থবছরের কর জমা দেওয়ার সুবিধায় গতকাল শনিবার (২৯ জুন) ব্যাংক খোলা রাখা হয়েছিল। সোমবার শুরু হচ্ছে ২০১৯-২০ অর্থবছর।
জানা গেছে, প্রতিবছর ইংরেজি সালের ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। এদিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে। এ কারণে দেশের দুই পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকে। পরদিন মঙ্গলবার ২ জুলাই থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।