খেলাপিদের ধরতে বিশেষ সেল করছে বাংলাদেশ ব্যাংক





বাংলাদেশ ব্যাংকবড় অঙ্কের ঋণখেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবিড় তদারকিতে আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে এ আদেশ পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। একইসঙ্গে সব ব্যাংকে বিশেষ তদারকি সেল গঠন করতেও বলা হয়েছে আদেশে।
এতে বলা হয়েছে, ১০০ কোটি টাকা বা তার বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবিড় তদারকির মধ্যে আনা হবে। সব ব্যাংকসংশ্লিষ্ট উপ-ব্যবস্থাপনা পরিচালককে প্রধান করে একটি বিশেষ তদারকি সেল গঠন করা হবে। এই সেল ত্রৈমাসিক বিবরণীতে ঋণ হিসাব আদায় অগ্রগতিসহ যাবতীয় তথ্য স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদকে জানাবে।