৫ আগস্টের মধ্যে ঈদ বোনাস চান দোকান কর্মচারীরা

ঈদুল আজহার আগে ৫ আগস্টের মধ্যে সব দোকান কর্মচারীদের ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। শুক্রবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ১০টি খাতে ৬০ লাখেরও বেশি দোকান কর্মচারী কাজ করছেন। সরকারি-বেসরকারি সব কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পেলেও দোকান কর্মচারীরা কোন ঈদ বোনাস পান না। তারা ঈদ বোনাস থেকে বঞ্চিত। তাই, আগামী ৫ আগস্টের মধ্যে ৬০ লাখেরও বেশি দোকান কর্মচারীদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

এ সময় তারা ঈদ বোনাসসহ ১২টি দাবি তুলে ধরেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ঈদের আগেই জুলাই মাসের বেতন পরিশোধ করা, দোকান কর্মচারীরা যাতে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন সেজন্য তাদেরকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া, দোকান কর্মচারীদের আইডি কার্ড এবং নিয়োগপত্র দিতে হবে, প্রতি সপ্তাহে দেড় দিন সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা, সব দোকানে শ্রম আইন বাস্তবায়ন করা, দোকান কর্মচারীর মাসিক বেতন নূন্যতম ১৫ হাজার টাকা নির্ধারণ এবং চাকরি থেকে বিদায় করতে চাইলে শ্রম আইন অনুযায়ী সব প্রাপ্য পরিশোধ উল্লেখযোগ্য।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশ লিঁয়াজো কমিটির কো-অর্ডিনেটর একেএম মোস্তফা কামাল এবং ফেডারেশনের অন্যান্য সদস্যরা।