সরকারের টাকার অভাব নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুস অ্যালাউয়্যা

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সরকারের টাকা থাকার একটা বেঞ্চ মার্ক আছে। সেই বেঞ্চ মার্কের উপরে আমাদের এখন ৯২ হাজার কোটি টাকা বেশি রয়েছে। এটা তো লুকোচুরি করার কোনও ব্যাপার নয়। তাই বলবো, সরকারের টাকার কোনও অভাব নেই।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে মন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুস অ্যালাউয়্যার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। উল্লেখ্য, সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘বন্ড মার্কেট ও শেয়ারবাজারের উন্নয়নে বিশ্বব্যাংক কাজ করবে। যেসব জায়গায় আমরা পিছিয়ে রয়েছি, সেসব জায়গার উন্নয়নে বাংলাদেশকে বিশ্বব্যাংক সহায়তা করবে। বিশ্বব্যাংক আরও বেশি বেশি করে সাহায্য করতে প্রস্তুত। এজন্য আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘এ মার্কেটের উন্নয়ন করতে হবে। আমাদের বন্ড মার্কেটটা টোটালি ডেভেলপ করা হয়নি। মার্কেটের উন্নয়নে সরকারি-বেসরকারি উভয় সেক্টরকেই এগিয়ে আসেত হবে।’ বন্ড মার্কেটের উন্নয়ন হলে শেয়ারবাজারেরও উন্নয়ন হবে বলেও জানান তিনি।