প্রতিদিন ১০ হাজার মানুষ আধুনিক দাসত্ব ও মানব পাচারের শিকার

মানবপাচারপ্রতিদিন ১০ হাজার মানুষ আধুনিক দাসত্ব ও মানব পাচারের শিকার হয়ে থাকে। ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে উপস্থাপন করা আধুনিক দাসত্ব ও মানব পাচারের ওপর গঠিত আর্থিক খাত কমিশনের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ইঊনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মূলধনের অভাবে গ্রামাঞ্চলের মানুষের ভেতরকার সহজাত উদ্যোক্তা শক্তি উন্মোচিত হতে পারে না। এতে তারা সহজেই মানব পাচার ও বঞ্চনার শিকার হয়ে পড়ে। এই প্রতিবেদনে শোষণমুক্ত, উপযুক্ত ও নিরাপদ অর্থায়ন আধুনিক দাসত্ব ও মানব পাচার থেকে দরিদ্র মানুষকে অনেকটাই দূরে রাখতে পারে বলে সুপারিশ করা হয়।

উল্লেখ্য, আধুনিক দাসত্ব ও মানব পাচার অবসানের লক্ষ্যে আর্থিক খাতকে বৈশ্বিক প্রচেষ্টার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে গঠিত হয় কমিশনটি। কমিশনের চেয়ারপার্সন ছিলেন জাতিসংঘ-সহায়তাপুষ্ট প্রিন্সিপল্স ফর রেস্পননিবল ইনভেস্টমেন্ট এর প্রধান নির্বাহী মিস ফিয়োনা রেনল্ড্স। কমিশনের আহ্বায়ক ছিলেন লিচটেনস্টাইনের প্রধানমন্ত্রী মি. অ্যাড্রিয়ান হ্যাসলার।