X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুলাই ২০২৫, ২১:০২আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১:০২

দেশের ৩২টি বিমা কোম্পানি বর্তমানে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। এর মধ্যে ১৫টি জীবন বিমা কোম্পানি এবং ১৭টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে।

বুধবার (২ জুলাই) রাজধানীর মতিঝিলে আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, কোম্পানিগুলোর আর্থিক কাঠামো, দাবি পরিশোধের সক্ষমতা, সম্পদ ও দায়সহ সার্বিক ব্যবসায়িক অবস্থা বিশ্লেষণ করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘জীবন বিমা খাতের ৩৬টি কোম্পানির মধ্যে মাত্র ৬টি ভালো অবস্থানে রয়েছে। বিপরীতে উচ্চ ঝুঁকিতে রয়েছে ১৫টি এবং মধ্যম ঝুঁকিতে আরও ১৫টি প্রতিষ্ঠান। সাধারণ বিমা খাতের ১৭টি কোম্পানিও উচ্চ ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত হয়েছে।’

চালু বিমা কোম্পানিগুলোর নাম না জানালেও আইডিআরএ’র একটি অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ১৫টি জীবন বিমা কোম্পানির মধ্যে রয়েছে—ফারইস্ট ইসলামী লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, সানফ্লাওয়ার লাইফ, সানলাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ, প্রগ্রেসিভ লাইফ, এনআরবি ইসলামিক লাইফ, ডায়মন্ড লাইফ, বেস্ট লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, যমুনা লাইফ এবং স্বদেশ লাইফ।

বিমা দাবির টাকা পরিশোধ না করায় আস্থার সংকট

সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান জানান, সময়মতো বিমা দাবির অর্থ পরিশোধ না করায় খাতটির প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন হ্রাস পাচ্ছে। বর্তমানে জীবন বিমা খাতে ৪৫ শতাংশ এবং সাধারণ বিমা খাতে প্রায় ৪৭ শতাংশ দাবি বকেয়া রয়েছে।

তিনি বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া এই খাতে আস্থা ফিরবে না। বিমা দাবির অর্থ দ্রুত পরিশোধ, অভিযোগ নিষ্পত্তি এবং কোম্পানিগুলোর আর্থিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন আইন ও বিধি প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি জানান, ব্যাংক খাতের মতো বিমা খাতেও ‘রেজ্যুলেশন ফ্রেমওয়ার্ক’ চালুর সুপারিশ করা হয়েছে। এতে শুধু একীভূতকরণ নয়, অবসায়ন বা অধিগ্রহণের মতো কাঠামোগত সংস্কারও সম্ভব হবে।

জিডিপিতে বিমা খাতের অবদান কমছে

বিমা খাতের সার্বিক অবস্থা তুলে ধরে আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘২০১০ সালে জিডিপির অনুপাতে বিমা খাতের অবদান ছিল ০ দশমিক ৯৪ শতাংশ, যা ২০২৩ সালে কমে দাঁড়ায় ০ দশমিক ৪১ শতাংশে। ২০২৪ সালে তা আরও কমেছে।’

তিনি জানান, ২০২৪ সালেই বিমা সংক্রান্ত ২৪ হাজার ৮৫২টি অভিযোগ পেয়েছে আইডিআরএ, যার অধিকাংশই দাবি পরিশোধ সংক্রান্ত। তবে জনবল সংকটের কারণে এসব তদারকিতে সমস্যা হচ্ছে। অনুমোদিত ১৬০টি পদের বিপরীতে বর্তমানে আইডিআরএতে কর্মরত আছেন মাত্র ১০৭ জন।

নিবন্ধন নবায়ন ফি বাড়ানোর সিদ্ধান্ত

সম্প্রতি বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকায় ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে আইডিআরএ। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ‘আমাদের জনবল বাড়াতে হবে, ফলে ব্যয়ও বাড়বে। সবকিছু বিবেচনায় রেখেই নবায়ন ফি বাড়ানো হচ্ছে।’

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল