এছাড়া এ বছরও সেরা করদাতার তালিকায় এসেছে অভিনেতা শাকিব খান (সাকিব খান রানা), তাহসান, অভিনেত্রী ববিতা (ফরিদা আক্তার ববিতা) ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নামও। গায়িকা মমতাজ বেগম ও গায়ক এসডি রুবেলও আছেন সেরা করদাতার তালিকায়।
এ বছর ৭৪ জন ব্যক্তি ট্যাক্স কার্ড পাবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এ ব্যাপারে সরকার গেজেট প্রকাশ করেছে।
‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৪টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।