জরুরি আমদানিতে অগ্রিম পরিশোধের সীমা বাড়লো

বাংলাদেশ ব্যাংকএখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই জরুরি আমদানির ক্ষেত্রে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম পরিশোধ করতে পারবে ব্যাংক। এতদিন পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পরিশোধের অনুমতি ছিল। এ ব্যাপারে সোমবার (২৫ নভেম্বর) একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি লেনদেন আরও সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের জারি করা সার্কুলারে বলা হয়, জরুরি প্রয়োজনীয় পণ্য আমদানির সুবিধায় অগ্রিম মূল্য পরিশোধের সীমা বাড়িয়ে পাঁচ হাজার থেকে ১০ হাজার মার্কিন ডলার করা হয়েছে।
প্রসঙ্গত, অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংক (অথরাইজ ডিলার) তাদের অর্জিত রেমিট্যান্স (প্রবাসী আয়) থেকে আমদানির অগ্রিম পরিশোধ করতে পারবে।