ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জপ্রায় চার সপ্তাহ লাগাতার পতনের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহে শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে, একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার মূলধনও বেড়েছে গত সপ্তাহে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে গত সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন করেছে খুলনা পাওয়ার কোম্পানি। কোম্পানিটির ৫৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে গত এক সপ্তাহে। যা সপ্তাহজুড়ে পুরো লেনদেনের ৪ দশমিক ৪৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ টাকা। যা পুরো লেনদেনের ২ দশমিক ৫৬ শতাংশ। ব্র্যাক ব্যাংক লেনদেন করেছে ৩০ কোটি ১৫ টাকার শেয়ার। লেনেদেনের বাজারে এর অবস্থান তৃতীয়।

ধারাবাহিকভাবে লেনদেনে এরপর রয়েছে– স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৮১১ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৩৮ হাজার ৪৯৩ কোটি টাকা। গত এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩১৮ কোটি টাকা। দুই হাজার কোটি টাকার ওপরে বাজার মূলধন বাড়ার এই সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৬টি কোম্পানির দাম কমেছে। আর ৩৮টির দাম অপরিবর্তিত ছিল। ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

গত সপ্তাহের লেনদেনের মধ্যে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২০ শতাংশ। ডিএসইর লেনদেনে ‘বি’ গ্রুপের অবদান ১৫ দশমিক ৩০ শতাংশ। ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান ২ দশমিক ৪৫ শতাংশ এবং ‘এন’ গ্রুপের অবদান ৫ দশমিক শূন্য ৫ শতাংশ।