কমেছে পেঁয়াজ ও রসুনের দাম

পেঁয়াজ ও রসুনকরোনা ভাইরাসের ঝুঁকির মধ্যেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম বাড়েনি। বরং কমে এসেছে পেঁয়াজ ও রসুনের দাম। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে শাক-সবজির দামও কিছুটা কমেছে। তবে কিছুটা বাড়তির দিকে রয়েছে চাল-তেল ও চিনির দাম। শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কাওরান বাজার, মানিক নগর বাজার, সেগুনবাগিচা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

১১১১১১১বাজার ঘুরে দেখা গেছে,  রাজধানীর কাওরান বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। গত সপ্তাহে এই পেঁয়াজের দাম ছিল ৬০ টাকার কাছাকাছি। বাজারে দেশি রসুনের দামও কমেছে। প্রতিকেজি দেশি রসুন বিক্রি হচ্ছে  ৬০ টাকায়। আগের সপ্তাহে এই রসুন ৮০ টাকা দরে কেজি বিক্রি হয়। এছাড়া, ১৮০ টাকা কেজির আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

৬৬৬বাজারে গত সপ্তাহের মতোই করলার কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বরবটির কেজি ৮০-১০০ টাকা। মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা পিস। শসা ২০-৩০ টাকা, পেঁপে ৩০-৪০, পাকা টমেটো ৩০-৪০, শিম ৩০-৪০, ফুলকপি-বাঁধাকপির পিস ৩০-৩৫, গাজর ২০-৩০, শালগম ২৫-৩০ টাকা। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মুলা প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা করে— যা এক সপ্তাহ আগে ছিল ৩০-৩৫ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি ৪০-৫০ টাকা করে বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৩০ টাকায় নেমেছে। পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি— যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা কেজি।