অনুমোদিত মূলধন শত কোটি করার সুপারিশ

BPCরাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদিত মূলধন আরও বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সভাপতি তাজুল ইসলামের, সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মো. শিবলী সাদিক, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ক খসড়া আইন সম্প্রতি সংসদে তোলা হয়েছে।ওই আইনে অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০০ কোটি টাকা করার বিধান সংযোজনের সুপারিশ করেছে কমিটি।

যদিও খসড়া আইনে এ করপোরেশনের অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা করার কথা বলা হয়। তবে সংসদীয় কমিটি মনে করছে, এর পরিমাণ হওয়া উচিৎশত কোটি টাকা। বর্তমানে এ করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি টাকা।

‘পেট্রোলিয়াম করপোরেশন বিল-২০১৫’ অক্টোবর মাসে সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিলটি যাচাই-বাছাই করতে পাঠনো হয় সংসদীয় কমিটিতে।

বিপিসি ১৯৭৬ সালে জারি এক অধ্যাদেশের আলোকে এতদিন চলে আসছে। সম্প্রতি এ অধ্যাদেশটি বাতিল করা হয়।

অধ্যাদেশটিতে বিধান ছিল করপোরেশনে একজন চেয়ারম্যান এবং পাঁচজন পরিচালক থাকবে । নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, একজন চেয়ারম্যান ও আটজন পরিচালক রাখার কথা।