মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে শর্ত শিথিল

বাংলাদেশ ব্যাংককরোনাভাইরাস সংক্রমণের কারণে মানি চেঞ্জারের লাইসেন্স নবায়ন সহজ করলো বাংলাদেশ ব্যাংক। চলতি বছর কোনও প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অর্জিত না হলেও লাইসেন্স  নবায়নের জন্য আবেদন করতে পারবে। মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে মানি চেঞ্জারগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিদ্যমান নিয়মে, মানি চেঞ্জারগুলোকে প্রতিবছর বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নবায়ন করতে হয়। ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত প্রত্যেক মানি চেঞ্জার প্রতিষ্ঠানের বছরে পাঁচ লাখ এবং এই দুই জেলার বাইরে অবস্থিত প্রতিষ্ঠানের বছরে সাড়ে তিন লাখ টাকা আয়  না থাকলে, সে আবেদন করতে পারে না। করোনাভাইরাসের কারণে ব্যবসা না থাকায় এক্ষেত্রে শর্ত শিথিল করা হলো।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ৬০২টি মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। তবে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়া, শর্ত পরিপালন করতে না পারা, যথাসময়ে লাইসেন্স নবায়ন না করাসহ নানা কারণে ৩৬৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমানে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৪টি।