প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে অনীহা: কিছু ব্যাংকের বিরুদ্ধে চিঠি দেবে এফবিসিসিআই

এফবিসিসিআইপ্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে যেসব ব্যাংক গড়িমসি করছে বা অনীহা দেখাচ্ছে, সে সমস্ত ব্যাংকে সরকারি আমানত না রাখার জন্য অনুরোধ করেছে এফবিসিসিআই। শনিবার (২৭ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এ আহ্বান জানান। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা অচিরেই অর্থমন্ত্রীকে লিখিত চিঠি দেবো।’
শেখ ফজলে ফাহিম বলেন, ‘এই করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র-মাঝারি শিল্প বা এসএমই খাত। এই এসএমই খাতকেই ঋণ দিতে চায় না ব্যাংকগুলো। কিন্তু অর্থনীতিতে এসএমই খাতের অবদান অনেক। এই খাতকে বাদ দিয়ে দেশের অর্থনীতিকে দাঁড় করানো যাবে না। কারণ অর্থনীতিতে বড় অবদান হচ্ছে এসএমই খাতের, তারা বড় ভূমিকা পালন করে।’
ব্যাংকগুলো ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের ঋণ দিতে সাহস পায় না, এমন অভিযোগ করে শেখ ফজলে ফাহিম বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলো নাকি সাহস পায় না, ভরসা পায় না।’