সব সূচক কমলেও লেনদেন বেড়েছে

DSE CSEসপ্তাহের প্রথম দিন রবিবার দেশের ‍দুই পুঁজিবাজারের সবগুলো মূল্য সূচক কমেছে। পাশাপাশি ডিএসইতে দেড় শতাধিক এবং সিএসইতে শতাধিক কোম্পানির শেয়ার দরও কমেছে।

তবে, টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এর মধ্যে ডিএসইতে বেড়েছে ২১ দশমিক ৩৯ শতাংশ। আর সিএসইতে বেড়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। উভয় এক্সচেঞ্জ সূত্রে এ সব তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ডিএসইএক্স সূচক কমেছে ৯ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ৪ হাজার ৫১১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯ পয়েন্টে। আর ৫ পয়েন্ট কমে ডিএস৩০ সূচক রয়েছে ১ হাজার ৭১৪ পয়েন্টে।

এ দিন ডিএসইতে ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

রবিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৩১ লাখ টাকা। এ দিন বাজারে লেনদের হয়েছে ৩৪৭ কোটি ৯০ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৫৯ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, শাশা ডেনিমস, কেডিএস অ্যাক্সেসরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খুলনা পাওয়ার কোম্পানি।

সিএসই

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) রবিবার সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২০ পয়েন্ট। ফলে দিনের লেনদেন শেষে সূচকটি নেমে আসে ১৩ হাজার ৭৭৮ পয়েন্টে। এ ছাড়া, সিএসইএক্স ১২ পয়েন্ট এবং সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে।

এ দিন সিএসইতে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

রবিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৩৩ লাখ টাকা। এ দিন বাজারে ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৫৪ লাখ টাকা।

টাকার অঙ্কে এ দিন সিএসইতে লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি হলো রিজেন্ট টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, এমারেল্ড অয়েল, সিঙ্গার বিডি এবং বেক্সিমকো ফার্মা।

/এফএইচ/