বেজা গভর্নিং বোর্ডে নতুন ৬ সদস্য

বেজা
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডে নতুন করে ৬ ব্যবসায়ী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এরা হলেন, ‘চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামাল হোসেন, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ লিয়াকত হোসেন, বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামস মাহমুদ। 

প্রসঙ্গত, দেশে অর্থনৈতিক অঞ্চল আইন পাস করা হয় ২০১০ সালে। কাজের গতি পায় মূলত ২০১৫ সালে। এরপরই ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ শুরু করে সরকার।

বেজা জানিয়েছে, এখন সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভূমি উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা এবং অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।