নতুন বেতন কাঠামোর এরিয়ার দুই কিস্তিতে

nonameনতুন কাঠামোতে নতুন বছরে শুরুতে দেশের ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন ডিসেম্বর মাসের বেতন। আর এর সঙ্গে দেওয়া হবে জুলাই-আগষ্ট মাসের বর্ধিত বেতনের বকেয়া অংশ (এরিয়ার)।
আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের এরিয়ার দেওয়া হবে জানুয়ারির বেতনের সঙ্গে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে।
এরিয়ার দেওয়ার সময়  মহার্ঘ্য ভাতা হিসাবে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত অর্থ এতদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছিলেন তা সমন্বয় করা হবে।
অর্থ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদে অনুমোদনের তিন মান পর জারি করা গেজেটে বিলোপ করা হয়েছে বিদ্যমান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল।

নতুন কাঠামো অনুসারে, গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ বেতন বেড়েছে। এর মধ্যে ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন মূল বেতন ৮২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা।

তবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সমমর্যাদার পদধারীদের বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা।

আর একসঙ্গে সব সরকারি কর্মচারীর বেতন  বাড়বে প্রতি বছরের ১ জুলাই।

/এফএইচ/