পেঁয়াজের ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার

এনবিআরপেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। এনবিআরের দেওয়া এই সুযোগ আগামী ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছেন তিনি। দেশে পেঁয়াজের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।