ফুঁসে উঠছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

অষ্টম বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে ‘অবনমন’ করার প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংক চত্বরে মানববন্ধনঅষ্টম বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে ‘অবনমন’ করার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। প্রতিদিনই তারা কালো ব্যাজ ধারণ এবং টানা মানববন্ধনসহ নতুন নতুন শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিচ্ছেন। আজ মঙ্গলবারও সব কর্মকর্তা নির্ধারিত কাজ ফেলে কেন্দ্রীয় ব্যাংক চত্বরে মানববন্ধন করেছেন। এর আগে কালো ব্যাজ ধারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দিয়েছেন। তবে ব্যাংকারদের এ আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে অষ্টম বেতন কাঠামোতে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী। এর আগে দাবি আদায়ে সোমবার তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ঘিরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালনকালে অফিসার্স  কাউন্সিলের কর্মকর্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দাবি আদায় না হলে নতুন বছরে কর্মবিরতিসহ রাস্তায় নেমে আসবেন’।
এদিন দুপুরের বিরতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ সমাবেশ করা হয়। এর আগে সোমবার ও রবিবারও একই কর্মসিূচি পালন করা হয়।
গত ১৫ ডিসেম্বর সরকার নতুন বেতন কাঠামোর গেজেট জারির পর ২২ ডিসেম্বর মঙ্গলবার কাঠামোতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ‘অবনমন’ করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে কাউন্সিল। কাউন্সিলের অভিযোগ, সরকার ঘোষিত অষ্টম বেতন কাঠামোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ করার সময় সহকারী পরিচালকদের আগের বেতন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান অর্থাৎ ৮ম গ্রেডে থাকলেও নতুন বেতন কাঠামোতে এক ধাপ পিছিয়ে নবম গ্রেডে দেওয়া হয়েছে। অবশ্য নতুন কাঠামোতে বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অষ্টম গ্রেডে রাখা হয়েছে।

দাবি আদায়ে কর্মকর্তারা আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ৩১ ডিসেম্বর সকাল ১০টায় প্রতীকী কলম বিরতি কর্মসূচি পালন করবে।

/জিএম/এএইচ/