পার্বত্য চট্টগ্রামে চা চাষ সম্প্রসারণে সহায়তা দেবে সরকার

Tea Board Picture 2 (1)পার্বত্য চট্টগ্রামের চা চাষ সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা দেবে সরকার। এছাড়া দেশের অর্থনীতিকে চাঙা করতে চা রফতানিতে চাষিদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্য সচিব এসব কথা বলেন। বাংলাদেশ চা বোর্ডের জনসংযোগ ও শ্রমকল্যাণ কর্মকর্তা রাজিবুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, বাংলাদেশ চা বোর্ডের সদস্য নাজনীন কাউসার চৌধুরী, বাংলাদেশ চা বোর্ড ও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বান্দরবান চা চাষি কল্যাণ সমবায় সমিতির সদস্যরা এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলাদেশ চা বোর্ডের বাস্তবায়নাধীন ‘এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস’ প্রকল্পের আওতায় বান্দরবানে চা চাষ সম্প্রসারণে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব। জেলায় চা চাষ সম্প্রসারণে চাষিদের সর্বাত্মক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।

সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব বাংলাদেশ চা বোর্ড আয়োজিত বান্দরবান সদর উপজেলার স্যারন পাড়াস্থ ‘দাওথন ক্ষুদ্রায়তন চা বাগানে চা চারা রোপণ কার্যক্রম’ এর উদ্বোধন করেন। চা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ চা বোর্ড পরিচালিত ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’-এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল’ মডেলটি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম কর্তৃক উদ্ভাবিত একটি মডেল। এই মডেলটি উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই কারণে বান্দরবান পার্বত্য জেলার ক্ষুদ্র চা চাষিদের মধ্যেও মডেলটি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।