ব্যাংকের নিয়োগ পরীক্ষায় টাকা নেওয়া যাবে না

বাংলাদেশ ব্যাংকব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে এখন থেকে কোনো পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে না। দেশের সব ব্যাংককে ‘তরুণ চাকরি’ প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি না নিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকের চাকরির জন্য আবেদনকালে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আকারে কোনও ফি নেয়া যাবে না। কেননা, তরুণ চাকরি প্রার্থীদের জন্যই এই ফি প্রদান করা কষ্টসাধ্য।
নির্দেশনা আরও বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু ব্যাংকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের নিকট হতে পে- অর্ডার বা ব্যাংক ড্রাফট আকারে বিভিন্ন ধরণের ফি আদায় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংকের চাকরিতে আবেদনকালে আবেদনকারীরদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া যাবে  না।

/জিএম/এফএইচ/