মার্জিন ঋণের রেশিও বাড়ল

শেয়ার বাজারে বড় দরপতনের পরিপ্রেক্ষিতে ফোর্সড সেলের শঙ্কা দেখা দেওয়ায় মার্জিন ঋণের রেশিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থাৎ বিনিয়োগকারীদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ প্রদানের রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ হিসেবে বিনিয়োগকারীরা এক টাকা বিনিয়োগের বিপরীতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।

এই নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পর্যন্ত কার্যকর হবে। সূচক ৭ হাজার পয়েন্টের ওপরে থাকলে মার্জিন ঋণ রেশিও হবে ১:০.৫০।

বিএসইসির এই সিদ্ধান্তের ফলে ফোর্সড সেল নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা লাঘব হবে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।