গণছুটিতে যাওয়ার হুমকি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের

বাংলাদেশ ব্যাংকনতুন বেতন কাঠামোতে ক্ষুব্ধ হয়ে আগামী ১৪ জানুয়ারি থেকে গণছুটিতে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা এই হুমকি দেন। এ সময় কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনটির নেতারা কালো ব্যাজধারণ, মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচী, কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। গত দুই সপ্তাহ ধরে কর্মকর্তারা তিন দফায় বিভিন্ন কর্মসূচী পালন করেন।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে তুলনা করা হয়েছে। এ ছাড়া সহকারি পরিচালক পদকে অষ্টম গ্রেড থেকে অবনমন করে নবম গ্রেডে নিয়ে আসা হয়েছে। একইভাবে  বাংলাদেশ ব্যাংকের নিবার্হী পরিচালক পদকে প্রথম গ্রেডে নেওয়া হয়নি।

এ পরিপ্রেক্ষিতে গত ২২ ডিসেস্বর বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনের ঘোষণা দেয় অফিসার্স কাউন্সিল।

এরই অংশ হিসাবে ২৩ ডিসেম্বর মানব বন্ধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বারকলিপি দেওয়া হয় এবং পরদিন থেকে কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

/জিএম/এফএইচ/