সব ব্যাংকের মুনাফায় হবে স্ট্যার্ট-আপ ফান্ড

নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্ট্যার্ট-আপ ফান্ড’ নামের নিজস্ব তহবিল গঠন বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই তহবিল গঠন হবে ব্যাংকের বাৎসরিক নিট মুনাফা থেকে ১ শতাংশ অর্থ দিয়ে। অর্থাৎ শুরুতেই ব্যাংকগুলোকে ২০২০ সালের নিট মুনাফা থেকে এক শতাংশ অর্থ নিয়ে এ তহবিল গঠন করতে হচ্ছে।

সোমবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামাস (এসএমইএসপিডি) ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, ‘তফসিলি ব্যাংকগুলো তাদের বাৎসরিক নিট মুনাফা থেকে ১ শতাংশ হস্তান্তরপূর্বক নিজস্ব ‘স্ট্যার্ট-আপ ফান্ড’ গঠন করবে। 

২০২১ সাল থেকে পরবর্তী পাঁচ বছর সময়ে প্রতি বছর তাদের নিট মুনাফা (নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী) হতে ১ শতাংশ হারে স্ট্যার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে বিতরণের লক্ষ্যে তহবিল হিসেবে সংরক্ষণ করবে। ২০২০ সালের ডিসেম্বর ভিত্তিক বাৎসরি হিসাব চূড়ান্তকালে নিট মুনাফা থেকে বাধ্যতামূলকভাবে উক্ত ১ শতাংশ তহবিল স্থানান্তর শুরু করতে হবে।