ওভেন রফতানিতে চরম সংকট

তৈরি পোশাক শিল্পের বিশেষ করে ওভেন রফতানিতে চরম সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ওভেন পোশাক রফতানি কমেছে ১৬ দশমিক ৬৪ শতাংশ। যা শুধুমাত্র মার্চ মাসেই কমেছে ২৪ দশমিক ৭০ শতাংশ। আর এপ্রিলে কমেছে ৬ দশমিক ৩৭ শতাংশ।

বুধবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, গত অর্থবছরে রফতানি নজিরবিহীনভাবে ১৮ শতাংশ কমে যাওয়ার পর চলতি অর্থবছরের প্রথম দশ মাসে রফতানি আরও ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। বিশেষ করে ওভেন রফতানিতে চরম সংকট দেখা দিয়েছে। চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ওভেন পোশাক রফতানি কমেছে ১৬ দশমিক ৬৪ শতাংশ।

ফারুক হাসান বলেন, প্রধানমন্ত্রীর বিজ্ঞ নেতৃত্ব ও দিকনির্দেশনার ফলে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে করোনার আঘাতে শিল্পে যে ক্ষতি ও ক্ষতের সৃষ্টি হয়েছে, সেটা মোকাবিলা করে কারখানাগুলো বর্তমানে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত রয়েছে। ২০২০ সালের এপ্রিলের শেষে আমাদের ১১৫০টি সদস্য প্রতিষ্ঠান ৩ দশমিক১৮ বিলিয়ন ডলারের কার্যাদেশ বাতিল ও স্থগিতের শিকার হয়েছিল।