মার্কেট-শপিং মল খোলা না বন্ধ?

রবিবার (১৬ মে) মধ্যরাত থেকে শুরু হচ্ছে আরও ৭ দিনের লকডাউন। এ সময় দোকানপাট, মার্কেট, শপিং মল খোলা থাকবে না বন্ধ থাকবে তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যদিও বর্ধিত লকডাউনের সময় আগের শর্তই বহাল থাকবে বলে উল্লেখ রয়েছে। আগের শর্ত অনুযায়ী বর্তমানে সরকারের আদেশে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিং মল খোলা রাখার অনুমতি রয়েছে।

জানা গেছে, নতুন করে রবিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আসলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলাই থাকছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, রমজান ও ঈদ উপলক্ষে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম মার্কেট, শপিং মল খুলে দেওয়ার জন্য। সরকার আমাদের আবেদন অনুযায়ী দোকান, মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার অনুমতি দিয়েছে, আমরা খুলেছি। আমরা বেচাকেনা করছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন করে কোনও নির্দেশনা পাইনি। তবে সরকার যদি আবার কোনও নির্দেশনা দেয় তাহলে আমরা তা মানবো।

তিনি বলেন, নতুন জারি করা প্রজ্ঞাপনে দোকান বন্ধ করার বিষয়ে কিছুই তো উল্লেখ করা হয়নি। তাহলে আমি কেন দোকান বন্ধ করার নির্দেশ দেবো। কী ক্ষমতা আমার আছে?

জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, দোকানপাট, মার্কেট, শপিং মল খোলা রয়েছে। খোলাই থাকবে। এ বিষয়ে আমাদের নতুন কোনও নির্দেশনা নেই।