অনলাই‌নে অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)-এর আওতায় এখন থেকে সহ‌জেই অনলাই‌নে অস্থায়ী অ্যাকাউন্ট খুল‌তে পার‌বেন বিদেশি বিনিয়োগকারীরা।

সোমবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বিদেশি বিনিয়োগ সহজ করতে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করে।

নতুন নির্দেশনার আওতায় বিদেশি বিনিয়োগকারীরা অনলাইনে টাকা ও ডলারে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরমধ্যে অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ রফতা‌নি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বাংলাদেশ হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগকারীরা ডলারে এবং দেশের অন্যান্য জায়গায় টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন।

গ্রাহক বা হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফায়েড চ্যানেলের মাধ্যমে গ্রহণ করা যাবে।

এসব অস্থায়ী অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান যে নির্দেশনা রয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তা পরিপালন করতে হবে।