যেসব শিল্প কারখানা খোলা থাকবে

আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কিঠোর বিধিনিষেধ চলাকালে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা খোলা থাকবে। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপদনকারী শিল্পকারখানা খোলা থাকবে।

কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে যেসব খাত

১) খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা খোলা থাকবে।

২) কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা খোলা থাকবে।

৩) ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা খোলা থাকবে।

গত ১৩ জুলাই বিধিনিষেধে আরোপ করার পর গত ১৯ জুলাই এই আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, সার্বিক চলাচলে জরুরি সেবা সার্ভিস আগের মতোই চালু থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দফতর সীমিত আকারে খোলা থাকবে কঠোর বিধিনিষেধ চলাকালে।