এসএমই পণ্য মেলায় পাওয়া যাচ্ছে বিএসইসি’র পণ্য

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৯ম জাতীয় এসএমই পণ্য মেলায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)'র নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠানের চারটি প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ঢাকায় রবিবার (৫ ডিসেম্বর) শুরু হওয়া ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। 

এসএমই ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার গণভবন থেকে অনলাইন মাধ্যমে মেলার উদ্বোধন করেন। বিআইসিসি’র হল রুমে মেলার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)র চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা, মেলা পরিদর্শন করেন। এসময় তিনি বিএসইসি’র পণ্য বিপণন ও সেবার মান বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।  মেলায় বিএসইসির ন্যাশনাল টিউবস, ইস্টার্ন কেবলস, গাজি ওয়ারস এবং ইস্টার্ন টিউবস এর পণ্য ও সেবা পাওয়া যাচ্ছে।