কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া বেতন কাঠামো বাস্তবায়নের পরামর্শ বিডব্লিউএবি'র

বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া বেতন কাঠামো সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) পরামর্শ দিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। রবিবার (২৩ জানুয়ারি) ভোরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শের কথা বলা হয়।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রজ্ঞাপন জারি করায় বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ব্যাংকের কর্মকর্তাদের বেতন কাঠামো বেঁধে দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এই সার্কুলার জারি হওয়ার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার আশঙ্কায় ব্যাংকপাড়ায় নানা গুঞ্জন চলছে। 

বিডব্লিউএবি'র প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা আশা করছি, বিএবি ও এবিবি বিষয়টি বাস্তবের নিরিখে বিবেচনায় নিয়ে আলোচনা সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করবে।

বিডব্লিউএবি'র বিবৃতিতে উল্লেখ করা হয়, কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের ফলে ব্যাংকগুলোর কার্যক্রম ও মুনাফা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়। ফলে কোনও কোনও ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের বেতন কমানো এমনকি তাদের চাকরিচ্যুতের সিন্ধান্ত নেয়। শুধু তাই নয়, কোভিড-১৯ আক্রান্ত বা মৃত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ক্যাশ প্রণোদনা বা মৃত কর্মকর্তা/ কর্মচারীদের পরিবারকে যথাযথভাবে ক্যাশ প্রনোদনা প্রদান করেনি।