বাংলাদেশের পোশাক খাতের প্রশংসা করলেন সুইডেনের রাষ্ট্রদূত

পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের নেতৃত্বদানের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

এসময় তিনি বলেন, টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জনের জন্য সুইডেন সহযোগিতা সম্প্রসারণ অব্যাহত রাখবে। বৈঠকে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্য উপায় নিয়ে তারা আলোচনা করেন।

বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিশেষ করে শিল্পটি পৃথিবী ও মানুষের কল্যাণ নিশ্চিত করে টেকসই উপায়ে প্রবৃদ্ধি অর্জনের যে প্রচেষ্টা গ্রহণ করেছে, সেখানে সুইডেন কীভাবে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করতে পারে, সে বিষয়েও তারা আলোচনা করেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে পণ্যের বৈচিত্র্যকরণ, প্রযুক্তির আপগ্রেডেশন, উৎপাদনে উদ্ভাবনামূলক সমাধান গ্রহণ এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর বিষয়ে ক্রমবর্ধমানভাবে মনোনিবেশ করছে।

তিনি বলেন, “যদিও আমরা আমাদের শিল্পের সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, একইসাথে আমরা পোশাক শিল্পে টেকসই উন্নয়নকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছি। শিল্পের প্রবৃদ্ধি রূপকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ।”  সুইডেন নবায়নযোগ্য জ্বালানি, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং সবুজায়ন প্রভৃতি ক্ষেত্রগুলোতে শিল্পকে সহায়তা করতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

ফারুক হাসান পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা প্রদর্শনের জন্য এ বছরের ১২-১৮ নভেম্বর বিজিএমইএ কর্তৃক অনুষ্ঠেয় “মেইড ইন বাংলাদেশ উইক”-এ অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। বৈঠকে বিজিএমইএ-এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক হারুন অর রশিদ, পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক মিজানুর রহমান, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল-এর চেয়ারম্যান শামস মাহমুদ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ক্যাশ ইনসেনটিভের চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন শিডিউল ব্যাংক-এর চেয়ারম্যান মো. ইসরাফিল আতিক উপস্থিত ছিলেন।